গোলাম মোস্তফা হায়দার চৌধুরীঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামে ভূমিদস্যু সফি বাতাইন্নার হাত থেকে ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা জানান, চর বাগ্যায় স্থাপিত এজি গ্রুপের জাপান- বাংলাদেশের যৌথ মালিকানাধীন লেয়ার প্রকল্প স্থানীয় কুখ্যাত বনদস্যু ও ভূমিদস্যু সফি বাতাইন্না দখল করে রেখেছে। এ অবস্থায় প্রকল্পটি রক্ষা ও সফি বাতাইন্নার শাস্তির দাবি জানান এজি গ্রুপে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও ভুক্তভোগি এলাকাবাসী।
জানা গেছে, ২০১৬ সালে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সুইচগেট বাজার সংলগ্ন এজি গ্রুপ প্রায় ৫২ একর জায়গা ক্রয় করে জাপান বাংলাদেশের যৌথ মালিকানায় লেয়ার প্রকল্প স্থাপন করেন। পরে ২০১৭ সালে প্রকল্পটির সীমানা প্রাচীর ও ভবন নির্মাণ করা হয়। গত ৩ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে কুখ্যাত দস্যু সফি বাতাইন্না অস্ত্র শস্ত্র নিয়ে তার বাহিনীসহ রাতের আধারে জোর পুর্বক প্রকল্পটি দখল করে নেয়। এই সময় প্রকল্পের ভেতরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বের করে দেয়।
বর্তমানে প্রকল্পটির ভেতরে ঘর তৈরি করে নামধারী ভূমিহীনদের কাছ থেকে টোকেনের মাধ্যমে টাকা নিয়ে তাদের বসিয়ে দেয়া হয় এবং প্রকল্পের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। ফলে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে প্রকল্পটির সকল ধরনের কার্যক্রম। এ অবস্থায় সফি বাতাইন্নাকে অতি দ্রুত আইনের আওতায় এনে প্রকল্পটি দখল মুক্ত করে কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা।
এই বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নোয়াখালীর চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জবর দখলকৃত সমস্ত ভূমিই উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এজি গ্রুপের যে প্রকল্পটি রয়েছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।
মন্তব্য করুন