চট্টগ্রাম প্রতিনিধি:
মোবাইল ফোনে একজনের সাথে কথোপকথনে র্যাব পুলিশ ডিবি সব নিজের কন্ট্রোলে আছেন বলে জানান কাপ্তাই রাস্তা মাথা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আবুল হোসেন প্রকাশ হোসেন।জানা যায়,দীর্ঘদিন ধরে হোসাইন কাপ্তাই রাস্তার মাথার
সিএনজি ট্যাক্সি লাইন নিয়ন্ত্রণের পাশাপাশি রেল বিট এলাকায় জুয়া ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।গত ৫ মার্চ রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের সহায়তায় জুয়া ও মাদকের আস্তানা উচ্ছেদের চেষ্টা করলে হোসাইন ও জাহেদ দলবল নিয়ে হামলা চালায়।এসময় আবুল হোসেন ফাঁকা গুলি ছূঁড়ে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় সিএনজি ট্যাক্সি চালক মো.মামুন বাদী হয়ে হোসেন, জাহেদসহ ৭জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনার পর পলাতক হোসেনের একটি কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে আসে। সেখানে হোসেনকে বলতে শোনা যায়, র্যাব, পুলিশ, ডিবিকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করে ফেলা হয়েছে। কাপ্তাই রাস্তার মাথায় আবারো চাঁদাবাজি শুরু হবে।
তবে প্রশাসনের কর্মকর্তারা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)
সিএমপি পংকজ দত্ত জানান, র্যাব পুলিশকে টাকা দিয়ে কেনার কোন সুযোগ নেই,অপরাধীকে তার শাস্তি পেতে হবে সে যেই হউক।
মন্তব্য করুন