ইব্রাহিম ঈশান।।
শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাজা সহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়নে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে এক জনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামী মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে। এবং আটককৃত আয়নামতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন