আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী না দেয়া এবং মামলার তথ্য গোপন ও হলফনামায় স্বাক্ষর না থাকায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলকৃতরা হলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ সরকার, এস এম তোফায়েল ইসলাম, আলমগীর হোসাইন, শরীফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝর্ণা খাতুন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ সরকার ও তোফায়েল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝর্ণা খাতুন জানান, তারা আপিল করবেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মনোনয়নপত্রই গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন