নড়াইল লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী প্রচন্ড তাপদাহে অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়াছে। এদের মধ্যে ছয়জন শিক্ষার্থী কয়একবার জ্ঞান হারানোর খবরও পাওয়া গিয়াছে।
ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানে প্রতিদিনের মতো ক্লাস চলছিলো। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে প্রচন্ড গরমে হটাৎ করে ১১-১২ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।
এরপর অন্য শিক্ষকদের সহায্যতায় ও স্থানীয় পল্লী চিকিৎসক। ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়েছে। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েয়ে।
২৯ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের নাম ঠিকানা এখানে। সম্পূর্ণ জানা যায়নি।
এ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানানোর পর ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি।
মন্তব্য করুন