সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
বুধবার (৮ মে) ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট অরবিন্দ কুমার জানান, বুধবার ভোরে পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাম উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মন্তব্য করুন