নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী।জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ন ম খায়রুল আনম চৌধুরী সেলিমকে হারিয়ে জয়লাভ করেন তিনি।
আজ বুধবার (৮ মে) রাত ১০টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম স্বাক্ষরিত ফলে বেসরকারিভাবে নির্বাচিত আতাহার ইশরাক শাবাব চৌধুরীর বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে ঘোষণা অনুযায়ী,আনারস প্রতীক নিয়ে আতাহার ইশরাক শাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।
৭০৩ ভোটের ব্যবধানে খায়রুল আনামকে হারিয়ে জয়ী হন আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
নির্বাচনে মোট দুই লাখ ২৫ হাজার ১৮৮ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।
মন্তব্য করুন