“রুখবো দুর্নীতি বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষযরক সামনে রেখে শাহজাদপুরে দুনর্ীতিবিরোধী র্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুনর্ীতি দমন কমিশন ও উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে এক র্যালি বের করা হয় । র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । উপজেলা দূনর্ীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ জাকারিয়া ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ কামরুজ্জামান,দুনর্ীতি প্রতিরোধ কমিটিরি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদৎ হোসেন , অধ্যক্ষ রুহুল আমিন, সদস্য সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস, । পরে “ অভাব নয় লোভই দুনর্ীতির প্রধান কারন বিষয়ে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । উক্ত বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা অংশ নেয় । বিচারকের দ্বায়িত্ব নিয়োজিত ছিলেন শাহজাদপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মমতাজ মহল , সহকারী অধ্যাপক ফজলুল হক ও সাহেব আলী।
মন্তব্য করুন