ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১৪৪ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোটরসাইকেল প্রতীকে ৮৯ হাজার ১৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২৩ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৯৯৫।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চশমা প্রতীকের প্রার্থী মো. আবু সাঈদ স্বপন ৫৮ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৪৬ হাজার ৯ ভোট। উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬ হাজার ৯৬০ ভোট পেয়ে কলসি প্রতীকের প্রার্থী সবিতা প্লাবনি সুইটি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমাইয়া পারভীন পদ্মফুল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৪৮ ভোট। সহকারী প্রিজাইটিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এ ফলাফল ঘোষণা দেন। এ উপজেলায় মোট ৪ লাখ ৫০ হাজার ২৮৫ ভোট রয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, সুষ্ঠু ও সুন্দর ভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন