ছাতকে উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর সুরমা নদীর ঘাট এলাকা একটি ট্রাকবোঝাই ২শ ১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নৌ পুলিশ। এসময় এক চোরকারবারীকেও গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার ভোর রাতে উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর বাজারে দোয়ারাবাজার ও ছাতক পাকা সড়ক রাস্তা উপর সুরমা নদীর ঘাট এলাকা অভিযান চালিয়ে একটি ট্রাক আটক ও এক চোরাকারীকে গ্রেফতার করা হয়। এসময় একটি ট্রাক থেকে ২শ ১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির উলুরগাঁও গ্রামে চান মিয়ার ছেলে খায়ের উদ্দিন (৩০) তার প্রধান সহযোগি একই ইউপির কিরন পাড়া গ্রামে রোস্তম আলীর ছেলে শফিক মিয়া(২৮ পুলিশ দেখে ভারতীয় চিনি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ১১ জুন নৌ পুলিশের এস আই বাদল ফকির বাদী ৩ জন ব্যক্তি নামে নিয়মিত চোরাচালান অপরাধে বিশেষ আইনে মামলা দায়ের করেন থানায়। এ মামলায় আসামীকে গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালত পাঠানো হয়েছে।
এব্যাপারে নৌ পুলিশ ইনচাজ আনোয়ার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সুরমা নদীর নৌকা থেকে ভারতীয় চিনি বস্তা দিয়ে ট্রাক বোঝাই কালে গ্রেপ্তার করা হয়। আসামীকে দুপুরে সুনামগঞ্জ আদালতে পাঠানে্া হয়।
মন্তব্য করুন