সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৮ জন ব্যক্তির মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি। উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শফি বলেন, আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য দেশে ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেছেন। তেমনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তার ব্যবস্থা রেখেছেন। বয়স্ক, বিধবা, স্বামীপরিত্যক্তা, প্রতিবন্দ্বী, মাতৃত্বকালীন, ভিজিএফ, ভিজিড সহ অসংখ্য অনুদান প্রদান করে চলেছেন। আওয়ামীলীগ জন্মলগ্ন থেকেই দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন