সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শেষের পথে। টুকিটাকি কিছু কাজ বাকী আছে। বিভিন্ন যানবাহন নিয়ে চালকদের রেলগেটে অপেক্ষার অবসান অচিরেই হবে। তবে এরই মধ্যে ওভারপাস হয়ে সব ধরণের যানবাহন চলাচল করছে।
উল্লাপাড়ার আর এস বাসষ্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঢাকা- ঈশ্বরদী রেলপথের উপর ওভারপাস নির্মাণ করা হয়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে প্রায় ২’শ ৭২ মিটার দীর্ঘ এপ্রোচ সড়কসহ ওভারপাস নির্মাণ করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা হয়ে প্রতিদিন রেলপথে ঢাকার সঙ্গে পশ্চিম ও পূর্বাঞ্চলের প্রায় ৩৩ টি ট্রেন চলাচল করে। এ সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া রেলক্রসিংয়ের সিগন্যালে ৩৩ বার ব্যারিকেড দেওয়া হয়। ফলে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচলের সময় প্রতিটি সিগন্যালে ১০ থেকে ২০মিনিট অপেক্ষা করতে হয় যানবাহন ও যাত্রীদের। ফলে চরম বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীবাহী, মালবাহী পরিহনসহ স্কুল ও কলেজ শিক্ষার্থীদের। অনেক সময় জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স সেখানে আটকা পড়ে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। সিরাজগঞ্জ জেলাসহ পাবনা, কুষ্টিয়া কয়েকটি জেলার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত রেলক্রসিংয়ের দুই পাশের সড়কে অন্তত ২ কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন দেখা যায়।
এ সমস্যা দূর করার জন্য সরকার ২০১৯ সালের (১৬ মে) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওভারপাসটির নির্মাণ কাজ শুরু করে। এর নির্মাণ কাজে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৮৩ কোটি ৬১ লাখ টাকা।
উল্লাপাড়া উপ-সহকারী প্রকৌশলী,সওজ, সড়ক উপ-বিভাগের মো. রঞ্জু শেখ জানান, ওভারপাস, এপ্রোচ সড়কসহ ওভারপাস ঘিরে সড়ক পথ নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন রঙ্গের কাজ চলছে আর অল্প কিছু টুকিটাকি কাজ বাকী আছে। কম সময়ে তা শেষ করা হবে। ওভারপাসটি এর পর উদ্বোধন করা হবে বলে তিনি জানান। তিনি আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলওয়ে ওভারপাসটি উদ্বোধন করবেন।
মন্তব্য করুন