সারাদেশের ১৮,৫৬৬ টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫ম ধাপে মোট ৭০টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনকালে তার বক্তব্যের মাঝে বলেন, “সেই দিন আর বেশী দুরে নেই যেদিন বাংলাদেশে আর একটি পরিবারও গৃহহীন ভূমিহীন থাকবে না”।
জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় অন্যান্য জেলাগুলোর মতো শরীয়তপুর জেলার নড়িয়া, জাজিরা ও পালং এ ৩টি উপজেলায় মোট ২০৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমি। জেলার প্রতিটি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে নড়িয়া উপজেলা সম্মেলন কক্ষে আমরা যুক্ত হই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মনি, মোক্তারেরচর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কমান্ডার, শিক্ষক-শিক্ষার্থী, সুশিল নাগরিক ও রাজনৈতিক ব্যাক্তীবর্গ এবং এ প্রকল্পের আওতায় নড়িয়া উপজেলার সুবিধা গ্রহীতাগন। উদ্বোধন প্রস্তুতিকালে উপস্থিত বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া কামনা করে সরকারের নতুন নতুন জনবান্ধব পরিকল্পনা সহ সরকারে সম্পন্ন হওয়া কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী জনাব শংকর চন্দ্র বৈদ্য বলেন, জনসাধারনের জন্য বর্তমান সরকারের সকল সেবামুলক কর্মকান্ডের রুপরেখার বাস্তবায়ন সরকারের জনবান্ধব নীতিমালার অঙ্গীকার রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন, তার নির্দেশে আমরা আপনাদের সেবা দিতে বাধ্য, সরকারি সেবা নিতে কোনো প্রকার ঘুষ লাগে না, সুতরাং সরকারী সেবা পেতে কারো সাথে কোন প্রকার অর্থ লেনদেন করবেন না।
প্রধানমন্ত্রীর আশ্রয়নের জমি ও গৃহ পেয়ে নড়িয়া উপজেলার অসহায় ও ঠিকানাবিহীন পরিবারের সাধারন মানুষ আবেগে আপ্লুত হয়েছে কেঁদে ফেলেছেন। তারা কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫র নিহত সকল শহীদের বিদেয়ী আত্মার রুহের মাগফেরাত কামনা করেছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের বাস্তবায়ন করা নানা উন্নয়নমুখী কর্মকান্ড বাস্তবায়ন ও সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক চাহিদা পুরনে সরকারের বিবিধ নানা পরিকল্পনার কথা উল্যেখ করে বলেন, সেই দিন আর বেশী দুরে নেই যেদিন বাংলাদেশে একটি পরিবারও গৃহহীন ভূমিহীন ও ঠিকানাবিহীন থাকবে না।
বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমব ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে যুক্ত প্রত্যেক উপজেলা এ প্রকল্পের আওতায় সু্বিধাভোগী জনসাধারন ও জনপ্রতিনিধি সহ উপজেলা ও জেলা প্রশাসকগনের সাথে মতবিনীময় করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কক্সবাজারের মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন তিনি।
মন্তব্য করুন