ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি,
১৫ জুন ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রধান শিক্ষ‌কের বাধা

সরকারি নীতিমালা উপেক্ষা করে ছাতক উপজেলার কালারুকা হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন করতে প্রধান শিক্ষক কামাল হোসাইন বাধা প্রধান করছেন। নির্বাচন সম্পন্ন হলেও নানা টালবাহানায় রেজুলেশন করছেন না তিনি। এমন অভিযোগ এনে সিলেটস্থ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না। ইতিমধ্যে গত ২ জুন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পুর্ন হলেও প্রধান শিক্ষক কামাল হোসাইনের অসহযোগিতার ফলে তা অসম্পুর্ন রয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা’যায় গত ২ জুন হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। এতে প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালন করেন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।
নতুন কমিটির সভাপতি নির্বাচনের লক্ষে বিধি মোতাবেক নির্বাচনে ভোট গ্রহন শেষে ২ জন সভাপতি প্রতিদ্বন্ধী প্রার্থী ৪টি করে ভোট পেয়েছেন।
এরপর ম্যানেজিং কমিটির নী‌তিমালার অনুচ্ছেদ ১৩ এর(৩) এর বিধান অনুযায়ী সর্বসম্মতিতে লটারীর ব্যবস্থা করেন দায়ীত্বরত প্রিজাইটিং অফিসার, লটারীতে কালারুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ তাজউদ্দিন নির্বাচিত হন। পরে নির্বাচনী সভার কাজ সুন্দর ও সুস্থভাবে সমাপ্ত করা হয়। উল্লেখিত কার্যক্রমের বিষয়ে উপস্থিত কোনো সদস্যই কোনো ধরনের আপত্তি বা অভিযোগ করেন নি। বরং প্রিজাইটিং অফিসারকে প্রাধন শিক্ষক সহ উপস্থিত সকলে ধন্যবাদ জা‌নি‌য়ে নির্বাচনি সভার সমাপ্তি ঘোষনা করেন।

নির্বাচনী কার্যক্রম শেষে সভাপতি রেজুলেশন লেখা শুরু করলে কিছু বহিরাগরা স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে নানা অ‌নিয়‌মের অভিযোগ এনে হৈ চৈ শুরু করে। এতে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় প্রধান শিক্ষক রেজুলেশন লেখা বন্ধ করে দেন। পরে উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসে গিয়ে রেজুলেশন লেখার কথা বলা হয়। পরবর্তীতে তাকে একা‌ধিক বার তাগিদ দিলেও তিনি উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসে না এসে নানা কে‌ৗশ‌লে সময় পার কর‌তে থাকেন।
এতে প্রধান শিক্ষক কামাল হোসাইন কর্তৃপক্ষের নির্দেশ অবমাননা করে সরকারী বিধি বিধান লঙ্গন করেছেন বলে অভিযোগ উটেছে।
এছাড়াও তার এমন অসহযোগিতার ফলে হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপ‌তি নির্বাচন কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করতে বাধাগ্রস্ত করেছেন। প্রধান শিক্ষক কামাল হোসাইনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সিলেটস্থ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকতা গোলাম মোস্তাফা মুন্না।

অন্যদিকে নির্বাচিত হয়েও প্রধান শিক্ষকের অসহযোগিতার ফলে দায়িত্ব পাচ্ছেন না নবনির্বাচিত সভাপতি মোঃ তাজ উদ্দীন।
এব‌্যাপা‌রে নবনির্বাচিত কমি‌টির সভাপ‌তি মোঃ তাজ উদ্দীন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন বিধি মোতাবেক নির্বাচনি প্রক্রিয়া সম্পুর্ন হয়েছে। এতে
আমি বিজয়ীও হয়েছি। যেহেতু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রিজাইটিং এর দায়ীত্বে ছিলেন আর বিধি মোতাবেক নির্বাচন সমাপ্ত করেছেন। এরপর ও প্রধান শিক্ষক কেন রেজুলেশন করছেন না, তা তিনিই ভাল বলতে পারবেন।

এব‌্যাপা‌রে জানার জন্য প্রধান শিক্ষক কামাল মিয়ার ব‌্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সাব্বির নামপ একজন লোক তাকে অক্ষত ভাষায় গালিগালাজ করেছে।
সরকারি নীতিমালা ম‌তে মোঃ তাজউদ্দিন‌ বিদ‌্যাল‌য়ের ম্যানেজিং ক‌মি‌টির সভাপ‌তি নির্বাচিত হ‌য়ে‌ছেন। কিন্তু এতে প্রধান শিক্ষ‌ক কামাল হোসাইন
নানাভাবে বাধাগ্রস্ত ক‌র‌ছেন। এ ঘটনায় গত ১২জুন আমি উপ‌জেলা নির্বাহী কর্মকতা বরাব‌রে লি‌খিত ভা‌বে প্রতি‌বেদন দা‌খিল ক‌রে‌ছি।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না জানান,বিদ‌্যা‌ল‌য়ের প্রধান শিক্ষক
কামাল হোসাইনের অসহযোগিতার ফলে তা অসম্পুর্ন রয়েছে। ত‌বে তার বিরু‌দ্ধে সরকারি নীতিমালা অনুযা‌যী ব‌্যবস্থা নি‌তে

সি‌লেট শিক্ষা বোর্ডকে লি‌খিত ভা‌বে অবগত ক‌রে‌ছেন তি‌নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিসেট বাটনের চাপে বাংলাদেশ ওলটপালট ও ইতিহাসের দায়!

দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে

সোনালী লাইফ ইনসুরেন্স থেকে অর্থ তসরুফে অভিযুক্ত মোস্তফা গোলাম কুদ্দুসের দেশত্যাগের চেষ্টা

আমরা কুঁড়ির বিশ্ব শিশু দিবস পালিত

শাহজাদপুরে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

উল্লাপাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সোনালী লাইফের ৩৫৩ কোটি তছরুপ, কুদ্দুসের পকেটেই ১৮৪ কোটি টাকা

অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ হইতে যাচ্ছে ইটখোলা: বেকার হযবে শতাধিক পরিবার “সরকার হারাবে রাজস্ব”

বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির লাগাম টানার এখনই সময়

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের দু নেতা গ্রেপ্তার

১০

দুটি ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সব সরকারের সুবিধাবাদী ব্যবসায়ী ~মোস্তফা গোলাম কুদ্দুস

১১

শমসের মবিন চৌধুরী আটক

১২

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

জৈষ্ঠ্য শিক্ষককে পাশ কাটিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিলেন কনিষ্ঠ শিক্ষক

১৪

আওয়ামী লীগের আর কোন ভবিষ্যত নেই ..অ্যাডভোকেট জয়নুল আবেদীন

১৫

ছাতকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

১৬

সংকটময় সময় আমাদের করণীয়

১৭

বাংলাদেশের উন্নত রাষ্ট্রের স্বপ্নের এখন দুঃস্বপ্ন

১৮

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক

১৯

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলার শীর্ষে এইচএসসি পরীক্ষার ফলাফলে

২০