উল্লাপাড়ায় প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আকাশ পানে ছোড়া হয় আতশবাজি। রবিবার রাত ১২ টা ১ মিনিটে ব্যাপক আতসবাজি আলোকচ্ছটায় উল্লাপাড়া পৌর শহরকে রঙিন করে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়েছে। পৌর শহরের পৌর উন্মুক্ত মঞ্চে আকাশ পানে ছোড়া হয় আতশবাজি। আতশ বাজির নানা রঙে আলোকিত হয় পৌর শহরের আকাশ। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পৌর শহরের আকাশ রঙিন আলোর ঝলকানিতে আলোকিত হয়। উল্লাপাড়া ও সলঙ্গার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শফির জ্যেষ্ঠ পুত্র ও একান্ত সহকারী এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আতশবাজি উৎসবে মেতে ছিল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমপি পুত্র ও একান্ত সহকারী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা আওয়ামী লীগ দলকে ভালোবাসি, দলের নীতি আদর্শ বিশ্বাস করি এবং দলের নীতি আদর্শকে বুকে লালন ও পালন করি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ কে বিশ্বাস করি এবং দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বিশ্বাস করি। তারা আরো বলেন, আজ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে পৌর শহরের পৌর উন্মুক্ত মঞ্চে থেকে আতশবাজির প্রদর্শন করা হয়। রাত ১২টা ১ মিনিটে একযোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলে আঁতশবাজি প্রদর্শন করা হয়। অন্তত ২৫ মিনিট ধরে চলে আতশবাজি উৎসব।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শফির জ্যেষ্ঠ পুত্র ও একান্ত সহকারী, উপজলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহিদু ইসলাম জীবন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শক্তি, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন