সোমবার সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
কৃষি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি হয়। মেলায় বিভিন্ন প্রযুক্তি, বসতবাড়িতে সবজি চাষ, আধুনিক প্রযুক্তিতে ফসল উৎপাদন, ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতির স্টল স্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন