ভারতের কলকাতা থেকে প্রকাশ হয়েছে বাংলাদেশের সংগীতশিল্পী রাহিদা লগ্নার কণ্ঠে নতুন একটি গান। শিরোনাম ‘পাগল বানাইয়া দিয়া গেলিরে বন্ধু’। এটি একটি ফোক ধাঁচের গান। লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার অরবিন্দ সমাজপতি। মিউজিক কম্পোজ সায়ন গুহ (টালিগঞ্জ)। লগ্না জানিয়েছেন, গানটি নিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন একটি ভিডিও। এটি পরিচালনা করেছেন তারাশোভন ঘোষ। শুটিং হয়েছে কলকাতার লেকটাউনে। ভিডিওতে মডেল হয়েছে শিল্পী নিজেই। গানটি আগামীকাল কলকাতার শিল্পী ক্যাসেট নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এ গান প্রসঙ্গে লগ্না বলেন, ‘ভারতে বিভিন্ন সময় গান গেয়েছি। তবে সেখান থেকে গান প্রকাশ এটাই প্রথম। দারুণ কথামালার একটি গান এটি। সুর, সংগীত-সব মিলিয়ে দারুণ হয়েছে। আশা করি ভালো লাগবে।’ উল্লেখ্য, দেশে নিয়মিত তার কণ্ঠের গান প্রকাশ হয়। এর আগে তার কণ্ঠে ‘দেহতরী’, ‘জল’, ‘ভালো হবে না রে’ শিরোনামের একাধিক গান দর্শকনন্দিত হয়েছে। প্রকাশিতব্য গানটি ছাড়া আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন, রেডিও ও মঞ্চে নিয়মিত গান গাইছেন এ সংগীতশিল্পী।
মন্তব্য করুন