সরাসরি ভোটে কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বুধবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বুধবার উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত কয়ড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ২ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে টি এম আব্দুল আলীম ১২৯ ভোট পেয়ে প্রথম হন। মো. রঞ্জু খন্দকার ১০২ ভোট পেয়ে দ্বিতীয় হন।
অপর দিকে কলেজ শাখায় সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. আরমান হোসেন ১৪৫ ভোট পেয়ে প্রথম হন। মো. হযরত আলী ১০৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।
উল্লেখ্য, কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৯৫২। উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৬৪৬ ও কলেজ শাখা ভোটার সংখ্যা ৩০৬।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক। উপস্থিত ছিলেন- কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মো. হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মন্তব্য করুন