সিরাজগঞ্জের শাহজাদপুরে আবু হানিফ (৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত সন্ত্রাসী বোরহান উদ্দিন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট ) সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ একই গ্রামের মৃত রোজগার আলি ছেলে।
সন্ত্রাসী বোরহান উদ্দিন (৩০) একই গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,গত সোমবার রাত ১১ ঘটিকার সময় তালগাছি বাস স্ট্যান্ড এর উত্তর পাশে মোঃ ছানোয়ারের ভাঙরি দোকানে ডামট্রাক লাগিয়ে লুট করতে গেলে এলাকাবাসীর হাতে নাতে ধরা পরে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ছানোয়ারের ভগ্নিপতি আবু হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।পরে মুমূর্ষ অবস্থায় তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মন্তব্য করুন