সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর আর এস এলাকায় অবস্থিত উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফরের অপসারনের দাবিতে ও উল্লাপাড়া ডিগ্রী কলেজ(সাবেক) নামকরণে মানববন্ধন করেছে উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা।
আজ বুধবার সকাল ১১ টার সময় পাবনা-বগুড়া মহাসড়কের পার্শে
উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রী কলেজ ক্যাম্পাসের ভিতরে (কলেজ মাঠে)
ছাত্র ছাত্রীরা এই মানববন্ধ করেন।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আবু জাফর নামে বেনামে বিভিন্ন বিল ভাওচারের মাধ্যমে কলেজের অর্থ আত্বসাত, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত রয়েছেন বলে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,
অধ্যক্ষ স্যার বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের সঙ্গে দুবর্ব্যবহার,অতিরিক্ত ফি আদায়,কলেজে নিয়মিত ক্লাস হয় না, পরিচয়পত্র প্রদানে গড়িমশিসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। এর ফলে আমাদের শিক্ষার্থীদের সংকট বেড়েই চলেছে। আমরা এমন অযোগ্য দূর্নীতিবাজ অধ্যক্ষের কলেজ থেকে অপসারণ চাই।
মানবন্ধনে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ আবু জাফরকে অপসারণের দাবিতে শ্লোগানে বলেন একদফা একদাবী
অধ্যক্ষের অপসারণ চাই, অপসারণ চাই।
অধ্যক্ষের দুর্নীতির বিভিন্ন ফিরিস্তির লিফলেট জনসাধারণের মাঝে বিলি করেন।
লিফলেটে উল্লেখ করা হয়েছে “অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে কাম্য যোগ্যতা মানা হয়নি এবং নিয়ম বহির্ভূতভাবে কলেজ তহবিলের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে কলেজ ক্যম্পাসের বাইরে এইচ টি ইমামের ম্যুরাল তৈরি করাসহ আরও নানা অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন।
উক্ত কলেজের আয়া আফরোজা বেগম বলেন, কলেজের ল্যাবসহকারী পদে নিয়োগ আহ্বান করলে আমার ছেলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরীক্ষায় আমার ছেলে ভালো রেজাল্ট করার পরেও আমার ছেলেকে নিয়োগ না দিয়ে, বড় অঙ্কের টাকার বিনিময়ে অন্য আরেক জনেকে নিয়োগ দেন অধ্যক্ষ আবু জাফর।
এ ব্যাপারে অধ্যক্ষ, আবু জাফরের সঙ্গে মুঠো ফোনে কথা বলতে চাইলে সে এ বিষয়ে পরে কথা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন