“সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর ন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) দুপুর বারোটার দিকে আজ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এফএজেড মামুন, বাংলা নিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী ,”উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান।
এ সময় আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আজকের উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। এখান থেকে আজ প্রতিজ্ঞা করছি অক্সিজেন এর জন্য হলেও আমাদের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো ইনশাআল্লাহ।
আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এফএজেড মামুন বলেন, আমার প্রানের শিক্ষাপ্রতিষ্ঠানে ”উসসাস” আয়োজনে বৃক্ষরোপণ করার মাধ্যমে আমার কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করবে না! গাছ লাগানো কার্যক্রমটি সত্যিই প্রশংসনীয়। এই সংস্থার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচিটিও শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা। প্রতিটি শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, সবাই যেন অন্তত বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ রোপণ করি। তাহলেই প্রান-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা করতে পারবো।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিয়াজুর হক, “উসসাস” এর সিঃ সহ-সভাপতি মোঃ ইয়াকুব, “উসসাস” এর দপ্তর ও প্রচার সম্পাদক সবুজ আহমেদ, রাকিব মাহমুদ নিলয়, মোঃ মেহেদী, ”উসসাসে’র সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদি ইসলাম সালমান, রাব্বি, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী সহ প্রমুখ।
মন্তব্য করুন