নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগৌরি উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি প্রতিবাদে প্রধান শিক্ষক মোঃ এনামুল হক পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে এসে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন রকম স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয় লোকজন ও একাধিক শিক্ষার্থী।বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা দফা এক দাবি এক প্রধান শিক্ষক মোঃ এনামুল হক এর পদত্যাগ বলে স্লোগান দেয়।
এ সময় ছাত্র/ছাত্রীদের নেতৃত্ব শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক মোঃ এনামুল হক,সভাপতি আতাউর রহমান অবৈধভাবে নিযোগ বাণিজ্য সহ প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছেন, শিক্ষার্থীর আরোও বলেন অবৈধ কমিটি ভেঙ্গে দিতে হবে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে ও কোচিং প্রাইভেট ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে হাট চকগৌরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে প্রধান শিক্ষক এনামুল হকের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।
মন্তব্য করুন