তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষে আজমিরীগঞ্জ ছাত্রদল কর্তৃক উপজেলার নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭) আগস্ট আজমিরীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাঈম মাহমুদ এর সভাপতিত্বে পৌর ছাত্রদল নেতা মারুফ আহমেদ এর পরিচালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কুতুবউদ্দিন, পৌর যুবদল নেতা লালন পারভেজ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা যুবদল নেতা মিশু আহমেদ, রফিক উদ্দিন, রফিকুল ইসলাম, আকাশ পারভেজ, সাহাগির আহমেদ, বাবলু মিয়া, ইমন মিয়া, রাজু মিয়া, মাহিন, সাহাবিব, নাসিম, সায়েদ, রুবেল, জাহিদ, মিন্টু, কায়েব, ইশরাক, রাব্বি, আদর।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ বলেন, যখন বিএনপির দুর্যোগ ছিল, তখন সবার আগে যুবদলকে ডাকা হতো। আন্দোলনের মাধ্যমে একসময় স্বৈরাচার এরশাদকে সরিয়েছি, আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিজেকে শক্তিশালী করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে।
মতবিনিময় সভা শেষে আজমিরীগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা উপলক্ষে আজমিরীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতারা তাদের যোগ্যতা অনুযায়ী পদ পান এবং যথাযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে ।
সমাপনি বক্তব্যে নাঈম মাহমুদ বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দ্রুত দাবী জানাচ্ছি। তৃণমুল যুবদলকে সুসংগঠিত করার লক্ষে আজকের এই মতবিনিময় সভা।
মন্তব্য করুন