সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের পাবনা- বগুড়া মহাসড়কে বাবলাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
এ সময় একটি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী স্বপন আলী বয়স ৩০ নিহত হয় এবং সিএনজি চালক গুরুত্বর আহত হয়।
নিহত স্বপন আলী শাহজাদপুর উপজেলার বাগধুনিয়াইল গ্রামের দারেশ ফকিরের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ১ জনকে উল্লাপাড়া সদর ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে পাবনাগামী একটি ট্রাক উপজেলার পাবনা- বগুড়া মহাসড়কের বাবলাপাড়া নামক স্থানে পৌছেলে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ১ জন আহত হয়। আহত ব্যক্তিকে দ্রত হসপিটালে পাঠানো হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এস আই রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
মন্তব্য করুন