সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরের বিনোদন প্রিয় এলাকা রাউতারা স্লুইচ গেটে পিকনিক করতে এসে পানিতে ডুবে এক স্কুল ছাত্র নিখোজ । স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারের জন্য কাজ করছে। তবে এখনও লাশ উদ্ধার করতে পারে নাই ।
জানা গেছে গতকাল বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদন প্রিয় এলাকা বলে খ্যাত রাঁউতারা স্লুইস গেটে আসে । একদল শিক্ষার্থী রান্না করতে থাকে । নদীর ভরা মৌসুমের কারনে পানিতে প্রচন্ড স্রোত থাকে । এসময় ৪ শিক্ষার্থী রাফি, মওদুদ,মাসুম ও সোয়াইব নদীতে গোসল করতে নামে । নদীতে প্রচন্ড স্রোত থাকায় তিনজন উঠলেও সোয়াইব (২১) আর উঠতে পারে নাই । এসময় এলাকাবাসী তাকে সন্ধান করতে থাকে । মুহুর্তেই শত শত মানুষ নদীপাড়ে ভীড় করতে থাকে । আনন্দ শেষে বিষাদে পরিনত হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ও জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে । নিখোজ শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে ও সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে । এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজাড়িতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন