কালের কণ্ঠসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তান্ডবের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় শাহজাদপুর পৌর সদর মনিরামপুর বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে সাংবাদিক ও সুশীল সমাজ ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়া শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, বাংলাদেশের ইস্ট- ওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার ঘটনা দুঃখজনক। এটা মানা যায় না।
এ দিনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, শফিউল হাসান লাইফ, আবু জাফর লিটন, আবুল কাশেম, সাগর বসাক, আল আমিন হোসেন, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক, জহুরুল ইসলাম, রাসেল সরকার। এছাড়াও সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাপ্তাহিক শাহজাদপুর বার্তার সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, ছাত্র নেতা ছানোয়ার হোসেন, শ্রমিক নেতা আব্দুল আলীম প্রমুখ। মানব বন্ধনে ও প্রতিবাদ সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন