নওগাঁয় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতা কে আটক করেছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় আটককৃত নারী মাদক বিক্রেতার স্বামী আব্দুল জলিল র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে আটক করেন
র্যাব। শুক্রবার ৩০ আগষ্ট সকালে গাঁজাসহ নারীকে আটক করার সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,
আটককৃত কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষীপোল এলাকার বাসিন্দা।
আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে গাঁজা উদ্ধার সহ মাদক বিক্রেতা কুলসুমকে আটক করেন। তবে এসময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। কুলসুম এর দখলে থাকা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁর বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব।
মন্তব্য করুন