ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি,
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে বালু মহালে টাকার খনি প্রতিদিন আদায় অর্ধকোটি

ছাতক দোয়ারা বাজারের চেলা নদী বালু মহাল থেকে বালতি বেলচা দিয়ে বালু উত্তোলন করে, ইজারাদাার সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন ইজারাদার। তার বিরুদ্ধে রয়েছে নৌপথে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা।

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে ছাতক হয়ে সুনামগঞ্জের ভাটি পর্যন্ত বিভিন্ন নদীপথের পয়েন্টে পয়েন্টে বালু ইজারাদারের একটি সিন্ডিকেট চাঁদাবাজদের অত্যাচারে নৌ-শ্রমিকরা অতিষ্ঠ। প্রতিদিন বালু মহাল এলাকা র‌্যায়ালটির নামে ইজারাদার ৫০লাখ টাকা বেশী চাঁদা আদায় করছেন।বালু-পাথর, কয়লা, চুনাপাথরসহ বিভিন্ন পণ্য পরিবহনকারী নৌকা, বার্জ, কার্গো চাঁদাবাজদের টার্গেট।

চাঁদা না দিলে নৌ-শ্রমিকদের টাকা-পয়সা, মোবাইল, সোলার বাতিসহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। এমনকি নৌযানের জ্বালানি তেলও বের করে নেয় দুর্বৃত্তের দল। এছাড়া চেলা নদী বালু মহাল এলাকায় টোল আদায়ের নামে ৫০ লাখের বেশী টাকা চাঁদাবাজি হয় প্রতিদিন।

শ্রমিকরা জানান, প্রতিদিন শ খানেক ছোট-বড় নৌযান থেকে গড়ে ৪ হাজার টাকা করে চাঁদা তোলা হয়। ছাতকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০২০ সালে ১৪ মে রাতে ছাতক শহরের নদীতে চাঁদাবাজি নিয়ে এমপি মানিক ও পৌর মেয়র কালাম চৌধুরীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সাহাবুদ্দিন নামে এক ভ্যান চালক গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন সেই সময়ে ওসি মোস্তফা কামাল। কিন্তু আওয়ামীলীগ সরকার পতনের পর ও চেলা নদীতে এবারও বর্ষায় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে।

এ বালু মহালে অবৈধ চাদা বন্ধের দাবিতে গত ২ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার,ডিআইজি সিলেট রেঞ্জ,সুনামগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার সুনামগঞ্জ,নির্বাহী কর্মকর্তা ,সহকারি ভুমি কমিশনার,ছাতক দোয়ারাবাজার সাকেল অফিস,নৌ পুলিশ সিলেট বরাবরে উপজেলার ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ পক্ষ সভাপতি আবুস সাত্তার ও দিলোয়ার হোসেন বাদী হয়ে ইজারাদারে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চেলা নদী বালু মহাল থেকে বালতি বেলচা দ্বারা বালু উত্তোলন করে ইজারামূল্য পরিশোধক্রমে বালু সরবরাহ করে থাকে হাজার হাজার শ্রমিকরা। বালতি বেলচা দিয়ে হাজার হাজার শ্রমিকদের পেশা। এই কাজে শ্রমিকরা ছোট ছোট এক একটি বালু নৌকায় প্রায় ৮-১০ জন বালু শ্রমিক নিয়োজিত রয়েছে। শ্রমিকরা প্রতিদিন এই কাজ কর্ম করে টাকা পয়সা রোজগার করে থাকে।

এ বালু মহলটি ভারতের পানির ছড়ার সাথে মিশ্রিত হয়ে প্রতিবছর পাহাড়ি ঢল বন্যার স্রোতে বালু, বালুকনা, সিঙ্গেল সহ পাথর মিশ্রিত বালু চেলা নদী বালুমহালে চলে আসে। শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে যুগযুগ ধরে এসব এলাকার হাজার হাজার বালু শ্রমিকরা বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে।

২০১০ সালে বালুমহাল আইন হওয়ার মাধ্যমে এই বালুমহালটি প্রতিনিয়ত ইজারা দিচ্ছে সরকার। এ বালু মহালে গত ১৬ বছরে সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, তার পিএস মোশাহীদ, আওয়ামীলীগ যূবলীগ ছাত্রলীগ, সরকারের আমলে ডিসিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে অবৈধ বোমা মেশিন দিয়ে সন্ধ্যার পর থেকে শুরু ভোর পর্যন্ত চালানো হতো বোমা ড্রেজার।

ইজারাদার শাহ রুবেল,সাবলিজকারি উপজেলা যুবলীগসহ সভাপতি আব্দুল কাদির টুটুল,নজরুল ইসলাম ও লিলু মিয়ার নেতুত্বে অবৈধভাবে বালু খনি থেকে হাজার কোটি টাকার বালু- পাথর লুটপাট করেছে। ইজারাদার কর্তৃক অত্যাচার নির্যাতনের হতবাক হাজার হাজার বালু শ্রমিকরা।

সুরমা নদীর দুটি পাশে সরকারী জায়গার ওপর গড়ে তোলা হয়েছে বিশাল সারি সারি বালুর মহাল। প্রতিদিন গভীর রাতে চেলা নদী থেকে বাল্কহেড ভর্তি করে নদীপথে সারাদেশে বালুমহালে ভিড়ে অন্তত দেড় শতাধিক বাল্কহেড। ভোরের আলো ফোটার আগেই বালু নিতে আসা ট্রাক চালক-হেলপার ক্রেতা-বিক্রেতা ও চাঁদাবাজদের হাকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। চেলা নদী বালুর চাহিদা থাকায় প্রতিদিন অন্তত দুই শ’ থেকে আড়াই শ’ ট্রাক বালু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

এতে প্রতিদিন চাঁদাবাজরা গড়ে অন্তত ৫০ লক্ষাধিক টাকা করে মাসে প্রায় দেড়র্ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। বালু মহাল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত সময়ে খুন-খারাবির ঘটনাও ঘটেছে। সরেজমিন অনুসন্ধানকালে স্থানীয় সূত্রগুলো জানায়, চেলা নদী বালুমহালে প্রতিদিন বালুভর্তি বাল্কহেড আনলোড হয় প্রায় শতাধিক। প্রতিটি বাল্কহেড থেকে নেয়া হয় চার হাজার টাকা। একই মহাল থেকে বালু নিয়ে প্রতিদিন দুই শ’ থেকে আড়াই শ’ ট্রাকে বালু সরবরাহ হয় ঢাকা, নারায়ণগঞ্জ, চাদপুর,কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

অনুসন্ধানকালে সূত্রগুলো জানায়, ক্ষমতাসীনদের আশীর্বাদ ও মদদপুষ্ট সাবেক এমপি মানিকের সহযোগিতায় আব্দুল কাদির টুটুল, নজরুল ইসলাম, লিলু মিয়া ও শাহ রুবেল এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি চক্র এ বালু মহাল থেকে প্রতিদিন গড়ে অন্তত অর্ধ কোটি টাকা করে মাসে প্রায় দেড়-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

ছাতক দোয়ারাবাজার কোলঘেঁষে সরকারের এই বিশাল ভূমিতে বালুর মহাল গড়ে তোলা হয় এবং ঢাকা অভিমুখে বালুর ভান্ডার। এর জন্যও চাঁদাবাজদের প্রতি ফুট বালুর জন্য ৪ টাকা স্থলে এখন ১০টাকা করে দিতে হচ্ছে র‌্যায়ালটি। চেলা নদী বালু মহালের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেন এমপি গ্রুপের নেতা-কমীরা।

সূত্রগুলো জানায়, চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নেয়া টাকার অংশ যায় ওপর মহলেও। এখানে বালু বাণিজ্য নিয়ে লুটপাটের বিষয়টি প্রশাসন, রাজনীতিক অঙ্গনসহ সকল মহলে ওপেন সিক্রেট। এর আগে বালু মহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক খুনের ঘটনা ঘটে। অনুসন্ধানকালে জানা গেছে, এ ঘটনার পর ওই বালুর মহালে চাঁদাবাজির নিয়ন্ত্রণ আসে এমপি’র পিএস মোশাহিদ আলীর হাতে।

সূত্র জানায়, বালুর মহালে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামিয়ে তিনি তার গ্রামে ও ঢাকায় প্রাসাদসম অট্টালিকা নির্মাণ ও ফ্ল্যাট কিনে এখন রাজকীয় জীবন-যাপন করছেন।

একপর্যায়ে ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনি প্রভাবশালীদের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওয়ায় বালু মহালের নিয়ন্ত্রণ তার হাতছাড়া হয়ে যায়। এরপর থেকে বালুর মহালটি অদ্যাবধি নিয়ন্ত্রণে আছে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিও টুটুল হাতে। এদিকে অপরিকল্পিত ও সিন্ডিকেট বালু বাণিজ্যের ফলে নদীপথেও ঘটছে দুর্ঘটনা।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র বালুবাহী ভারি ট্রাক চলাচলের কারণে পরিবেশ যেমন দূষণ হয়, তেমনি সরকারের উন্নয়ন ও রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইজারাদার শাহ রুবেলকে তার মোবাইলে কল দিলে ও তিনি রিসিভ করেনি। এমপি মুহিবুর রহমান মানিক দেশ ছেড়ে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণ জরুরী।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না বলেন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু মহাল লুটপাটে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে”- স্থানীয় সরকার উপদেষ্টা

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

চোরাই পথে ভারতে পাচারকালে অটো রিকশা ভর্তি শিংমাছ সহ গ্রেপ্তার-০১

শাহজাদপুর প্রেসক্লাবের এজিএম’এ সিদ্ধান্ত, আগামী ৫ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচন

বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল জানালেন -সাবেক সেনাপ্রধান মইন

ছাতকে বালু মহালে টাকার খনি প্রতিদিন আদায় অর্ধকোটি

শাহজাদপুরে সাংস্কৃতিক কর্মী , শিক্ষার্থী ও সৃজন শিক্ষা সেবা’র উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যান তহবিলে অর্থ প্রদান

বিএসএফের হাতে বাংলাদেশি নাবালিকা মেয়েকে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী

১০

আ’লীগ ৭১’এর পর স্বাধীন বাংলাদেশে বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল -রফিকুল ইসলাম খান

১১

সকালে ২ ঘণ্টার কর্মসূচি শেষ করে সেবা দিতে ফিরেছেন চিকিৎসকরা

১২

প্রধান উপদেষ্টার বিদেশ যাওয়া-ফেরার সময় বিমানবন্দরে থাকবেন যারা

১৩

বন্যার্তদের সহায়তায় সেনা কল্যাণ সংস্থায় অনুদান দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

১৪

উল্লাপাড়ায় চার লেন মহাসড়কের গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ ভরাট করে সরকারি জমি দখল -আ.লীগ নেতার

১৫

“স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত”

১৬

ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা চালু করলো প্রাইম ব্যাংক

১৭

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে আইএফসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৮

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় গাইবান্ধায় গ্রেফতার হলেন- সঞ্জয় পাল

১৯

অবশেষে দীর্ঘ ৫ দিন পর শোয়েবের ভাসমান লাশ উদ্ধার

২০