সিরাজগঞ্জের শাহজাদপুর ঐতিহ্য বাহি প্রেসক্লাবের দ্বিবার্ষীক সভা অনুষ্ঠিত , আগামী ৫ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে।
গতকাল ৭ সেপ্টেম্বর শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবের কার্যালয়ে শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষীক সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সাধারন সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ অক্টোবর ২০২৪ প্রেস ক্লাবের দ্বিবার্ষীক নির্বাচনের তারিখ ধার্য করা হয় এবং এদিন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, সদস্য হিসেবে নিযুক্ত হন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু ও এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এ সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কাসেম, সহ সভাপতি মোঃ ওমর ফারক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন ও মোঃ, মামুন রানা, ক্রিয়া ও পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারন সদসস্য বৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সাবেক সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, এ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, ১৯৮৩ সালে স্থাপিত হয় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাব। ১৯৮৩ সালে স্থাপিত হলেও এই প্রথম গোপন ব্যালটের মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঘটনায় শাহজাদপুর প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
মন্তব্য করুন