সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে পৌর এলাকার গুচ্ছগ্রামে অভিযানে চালিয়ে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয় নাই।
আজ (৯) সেপ্টম্বর) সোমবার শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুচ্ছ গ্রামে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মৃত মকবুল হোসের পুত্র নজরুল ইসলামের (৬০) ঘর থেকে ১ টি ওয়ান শুটার পাইপ ও ৬ রাউন্ড কাতুর্জ,শফিকুল ইসলামের পুত্র শাহাদৎ (২৬) ১টি ওয়ান শুটার পাইপ ৭ রাউন্ড কার্তুজ,এবং সোলেমান এর ছেলে ছামাদ আলীর (৩৭) এদের শয়ন কক্ষে থেকে ১ টি ওয়ান শুটার ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে তিন জনের কাউকে আটক করা সম্ভব হয়নি। এগুলো সব অবৈধ অস্ত্র। তারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন