সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এর ষ্টোর কিপার মো. জুয়েল রানা দুর্নীতি , অনিয়ম করছেন জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি নিজ হেফাজতে রাখা বিপুল পরিমাণ সরকারী ঔষধ কর্তৃপক্ষকে না জানিয়ে অনিয়ম করে গতকাল রবিবার দিন পেরিয়ে রাতের কোনো এক সময়ে কমপ্লেক্ম ক্যাম্পাসে গোপনে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউল গণি ওসমানী বরাবরে উপজেলার পূর্ণিমাগাতীর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে ২৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে স্বাক্ষরকারী ক’জন হলেন রিয়াদুল , হাশেম , তামিম , জাকির। এছাড়া অভিযোগে গতকাল স্বাস্থ্য কমপ্লেক্মে প্রায় বারো মাস বয়সী এক শিশু রোগীকে মেয়াদ পার হওয়া স্যালাইন পুশ করার বিষয় তুলে ধরা হয়েছে। শিশুটি এখন অন্য খানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ষ্টোর কিপার জুয়েল রানা বলেন তিনি মেয়াদ পার হওয়া কিংবা অন্য কোনো ঔষধ সামগ্রী পোড়ান নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আতাউল গণি ওসমানী বলেন লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি সিভিল সার্জনকে পুরো বিষয় জানিয়েছেন। কমপ্লেক্মের মেয়াদ পার হওয়া ঔষধ সামগ্রী পোড়াতে হলে তা একটি কমিটির মাধ্যমে করতে হবে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
মন্তব্য করুন