সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের ৭০ মিটার এলাকা।
শনিবার সন্ধ্যায় কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাঁধে এ ভাঙ্গন দেখা দেয় বলে জানান সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নদীতে প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙ্গন ঠেকাতে রোববার সকাল থেকে ঘটনাস্থলে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে বলেও জানান তিনি।
এ প্রকৌশলী আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে মেরামত কাজ তদারকি করছেন। আশা করছি ভাঙ্গন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।
মন্তব্য করুন