সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের দক্ষিণপাড়ার দিনমজুর দু’জন বজ্রপাতে মারা গেছেন।
নিহতরা হলেন রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ আলী(৪০)।
নিহতদের পারিবারিক সুত্র থেকে জানা যায়, নিহত রুহুল ও আশরাফ উল্লাপাড়ায় দিনমজুরের কাজ করে বাড়ী ফেরা কালে সন্ধ্যার দিকে বাড়ীর কাছাকাছি খোলা মাঠে বজ্রপাতে মারা গেছে। এদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসগণ মারা গেছেন বলে জানান।
নিহতদের পরিবার থেকে জানা যায় রুহুল এক সন্তানের ও আশরাফ দুই সন্তানের পিতা।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন উপজেলা প্রশাসন থেকে পরিবার দুটিকে আর্থিক সহায়তায় করার উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন