শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগাম ঘোষনা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও স্থানীয় তৃপ্তি জর্দা ফ্যাক্টরীর স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন শামীম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে তৃপ্তি জর্দা ফ্যাক্টরীর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন শামীম জানান,১৯৮৯ সনে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে তিনি বিএনপির রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি, সেচ্ছাসেবক দলের সভাপতি এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আরও জানান ১৯৯৩ সনে পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপির আহবানে সাড়া দিয়ে তিনি তদানিন্তন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মানিককে সমর্থন দিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। তিনি বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারংবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, আওয়ামীলীগ সরকার আমলে দায়ের করা একাধিক মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। এমনকি এখনও তাকে প্রতিমাসে আদালতে হাজিরা দিতে হয়। দলের প্রতি আনুগত্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পৌরসভার আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন