সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ পারকোলা গ্রামের বরকত মন্ডলের ছেলে ও শাহজাদপুর ট্রাভেলস বাস চালকের সহকারী ছিলেন।
স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে আসা ট্রাকটি পাড়কোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এসময় আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন