নওগাঁর মহাদবপুরে স্কয়ার হাসপাতাল এন্ড ল্যাব’ নামে একটি নতুন বেসরকারি চিকিৎসা কেন্দ্র উদ্ভোধন করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের প্রাণ কেন্দ্র নওগাঁ-নজিপুর পাকা সড়ক সংলগ্ন ঘোষপাড়ার মোড়ে উদ্ভোধন করেন। উদ্ভোধনে স্থানীয় এবং বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তররে মানুষ এতে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সেখানে দােয়া মাহফিলর আয়োজন করা হয়। উপজেলা সদরে দক্ষিণ হাসনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মাহতারিম মুফতি মা: আব্দুস ছালাম মুনাজাত পরিচালনার মাধ্যমে উদ্বাধন করা হয়।
এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আতিক হাসন। হাফেজ জাহাঙ্গীর হাসনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাসপাতালের উপস্থাপনা পরিচালক রায়হান আলী, মোঃ ইমরান হোসেন পরিচালক গ্রাম ডাক্তার আব্দুর রাজ্জাক, বাদ কুরমইল মাদ্রাসার মাহতারিম মুফতি সুলতান মাহমুদ, জাহাঙ্গীরপুর সরকারি কলজের সহকারি অধ্যাপক আব্দুল মালক, চক্ষু চিকিৎসক ডা.আনায়ারুল ইসলাম মিঠু প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক জানান, রায়হান আলী এই হাসপাতালের জন্য ২০ শয্যার অনুমাদন দয়া হয়েছে। এখানে দেশের খ্যাতনামা ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখবেন। এছাড়া সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার চিকিৎসা সেবা দিবেন। এখানে অত্যাধুনিক অটোমেটিক মেশিনে সব রকম পরীক্ষা করা হবে। এছাড়া এখানে সকল প্রকার আল্ট্যা সহ সব ধরনের অপারেশন করা হবে।
মন্তব্য করুন