সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিনব কায়দায় উপজেলার বোয়ালিয়া বাজারের নিকটস্থ মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে মাদকদ্রব্য পরিবহনকালে ৪৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ২৭ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. আতিকুল ইসলাম ও কেতকিবাড়ী গ্রামের মো. মারানুর ইসলামের ছেলে মো. লিটন মিয়া, মো. ইসমাইল হোসেন ছেলে মো. জামিল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানী সিরাজগঞ্জ লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পনে ৪টায় উল্লাপাড়া উপজেলার রানীনগর বোয়ালিয়া ফিলিং স্টেশন এর সামনে সিরাজগঞ্জ হতে পাবনাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন