ভারতে বিশ্বনবী (সা.) কে অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতের বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী (সাঃ)-কে কটুক্তি এবং বিজেপির বিধায়ক নিতীশ রানের মোসলমানদের হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উন্মুক্ত মঞ্চে এসে সমাবেশ করেন বিক্ষোভকারিরা। উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান আহবায়ক মাসুম আনাম এর নেতৃত্বে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ও মুসুল্লিরা ‘দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান, আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর আল্লাহ আকবর, বিশ্ব নবীর দুশনমনের হুশিয়ার সাবধান স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর উন্মুক্ত মঞ্চ।
এ সময় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুম আনাম এর সভাপতিত্বে বক্তব্য দেন,
রিফাত হাসান, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মনিরুল ইসলাম, আল আমিন প্রমূখ।
বক্তরা বলেন, আমরা মুসলিম, হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আমরা মুসলিম হয়ে আমাদের প্রিয় বিশ্বনবীকে নিয়ে কোনো ধরনে কটূক্তি মেনে নিতে পারি না। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত আমাদের ধর্ম ও নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়েছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে যারা মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন