ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি,
৩ অক্টোবর ২০২৪, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে পিআইও অফিসে দুই মাস ধ‌রে তালা ঝুল‌ছে।

ছাতকে পিআইও অ‌ফি‌সে প্রায় দুই মাস ধ‌রে উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা কে এম মাহবুর রহমা‌নের অ‌ফি‌সে ক‌ক্ষে তালা ঝুল‌ছে।
অ‌ফিস সহকা‌রি আসাদ এর ক‌ক্ষে খোলা থাক‌লে অ‌ফি‌সে কাউকে খো‌জে পাওয়া যা‌চ্ছে না।

 

 

জানা যায়,পিআইও কে এম মাহবুর রহমানের বিরু‌দ্ধে টিআর, কাবিখা, কাবিটা’র ভুয়া বিল জমা দিয়ে দেড় শতাধিক প্রকল্পের টাকা উত্তোলন ও আত্মসাতের অ‌ভি‌যোগ উঠে‌ছে।

এ অভিযোগের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের প্রস্ততি কমিটির আহবায়ক ফজলুর রহমান,সাবেক উপজেলার নিবাহী কর্মকতা নুরের জামান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা কে,এম মাহবুর রহমান ও সাবেক সরকার দলীয় ইউপি চেয়াম্যানদের নেতৃত্বে কাজ না করে এসব প্রকল্পের টাকা লোপাট করেছেন ।

 

 

উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে টিআর ও কাবিখা, কাবিটা ও বিশেষ প্রকল্পেরকাজ না করেই টাকা উত্তোলন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম মাহবুর রহমানের নেতৃত্বে তুলে নেওয়ার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। সা‌বেক সরকারের আম‌লে পিআইও’র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতিতে ছাতক পিআইও অফিস ঘুস-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, সংশ্নিষ্ট প্রকল্প সভাপতি ও উপজেলা পিআইও নিজেদের মধ্যে যোগসাজশে এসব টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ র‌য়ে‌ছে। আগে টাকা পরে কাজ, সঠিক কাজ করলে ২০ ভাগ ঘুস দিতে হবে, না দিলে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুর রহমান যোগদান করার পর টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। সরকারি প্রকল্পে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ঘুস নেওয়ার অভিযোগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউপি মেম্বার-চেয়ারম্যানরা। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারি বরাদ্ধে টাকা নয়ছয় করা হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নভুক্ত গ্রামাঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্থাপন, মেরামত ও সংস্কারের জন্য সরকারি ও বিভিন্ন সংস্থার বরাদ্ধ অর্থের সিংহভাগ তছরুপ হচ্ছে। বেশির ভাগ কাজ না করে পিআইও’র মাধ্যমে ভাগ-বাটোয়ারা হয়ে থাকে।

 

 

অনুসন্ধা‌নে জানা যায়, উপজেলায় ১৩টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-চাল) ১ম পর্যায়ে কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ ওয়ারি ১৩টি ইউপির সাড়ে ৯৬ মে. টন চাল উত্তোলন করে ১৬টি প্রকল্প, ২য় পর্যায়ে ১৪টি প্রকল্পের নামে সাড়ে ২২ মে. টনসহ ১১৯ মে. টন, ২০২২-২৩ অর্থ বছরে (কাবিখা গম) ১ম পযার্য ১৫টি প্রকল্প ৩৮ মে,টন ও ২য় পযার্য় ১৬টি প্রকল্পের ৭৬ মে. টন,২০২২ সালে কাবিটা বিশেষ (এমপি বরাদ্ধ)১২টি প্রকল্প,একই আবারো ২১ টি প্রকল্পে ৫৬লাখ ৮৯হাজার,৬শ’৯৫টাকা, ৪৯ লাখ,৫৭হাজার,৪শ’৯২টাকা, কাজ না করে এসব চাল উত্তোলন করে পিআইও সিন্ডিকেট। একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) ১ম পর্যায়ে ২২টি প্রকল্পে বরাদ্ধ প্রায় ২২ লাখ ৯৯ হাজার ৭৬৭ টাকা, ২য় পর্যায়ে ৩০টি প্রকল্পে বরাদ্দ প্রায় ৪৫ লাখ ৯৯ হাজার ৫৩৯ টাকা, ৩য় পর্যায়ে ১৪টি প্রকল্পের ১৭ লাখ ৬ হাজার, ৭৪৬ টাকা ও ৪র্থ পর্যায়ে ১৬টি প্রকল্পে ১২ লাখ ৪০ হাজার, ৮৮২ টাকাসহ কোটি কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করেছেন তারা।

প্রকল্প কাগজ-কলমে থাকলেও এগুলো বাস্তবে মাঠে হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দক্ষিণ খুরমা ইউপির ৯টি প্রকল্পের ২৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে প্রকল্প কর্মকর্তা মাহবুর রহমান কোমড় বেঁধে মাঠে নেমেছেন। ভূইগাঁও ছেগাপাড়া গ্রামের মাফিজ আলী ও আছকন্দর আলী এবং কুম্বায়ন গ্রামের আবদুল মানিক, আফজল হোসেন, কামরানসহ জানান, ইউনিয়নের সরকারি মাটি ভরাটসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাট করা হয়। মাটি ভরাট না করে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে স্বপ্না মেম্বারনির করা অভিযোগ ক‌রেন।

গত ৫ আগষ্ট সরকার পতনের পর ছাতক উপজেলা প্রকল্প অফিসে সহকা‌রি কক্ষ খোলা থাকলে পিআইও অফিস কক্ষ আজও পযন্ত বন্ধ রয়েছে।

আরেক‌টি সুত্রে জানা গে‌ছে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আফছর আহমদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও উপজেলা প্রকৌশলী আফছর আহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ সালের (৯নভেম্বর) মৃত্যুবরণ করেন। তার কিছুদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী দুনীতি অনিয়মের কারনে বদলী হয়ে ঢাকা চলে যান। এরপর আর তদন্তের কোন অগ্রগতি হয়নি। পত্র প‌ত্রিকায় সংবাদ করে তার কোন ক্ষতি করতে পারবে না এমনই মন্তব্য করেছেন দুনীতিবাজ কর্মকর্তা কে এম মাহবুর রহমান।

উপ‌জেলার দ‌ক্ষিন খুরমা ইউপি ছেগাপাড়ার মবশ্বির আলী বলেন, কয়েক টুকরি মাটি কুম্বায়ন পঞ্চায়েতি কবরস্থানে ফেলা হয়। জয়নাল হাজারী জানান, মাদ্রাসার মাঠে এক মুষ্টিও মাটি ফেলা হয়নি। তারা কাজ না করে টাকা লুটপাট করেন। এর সঙ্গে জড়িতরা নিজেদের গায়ে সরকারি দলের সাইনবোর্ড ঝুলিয়ে প্রকল্প কমিটি কাজ না করেই ভুয়া বিল-ভাউচারে উত্তোলন করেন পিআইও। সিকিভাগ কাজ না করেই বরাদ্দেও এসব টাকা উত্তোলন করেন পিআইও সিন্ডিকেট। সোনালী ব্যাংকের ছাতক শাখায় সিসি ক্যামেরা ভিডিওতে তার প্রমাণ মিলবে। এক্ষেত্রে সমুদয় টাকার ব্যয় খাতের ভুয়া মাস্টাররোল অফিসে দাখিল করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির কারণে বিভিন্ন ইউনিয়নে আত্মসাৎকৃত প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এদের অব্যাহত দুর্নীতি-অপকর্ম। এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা কে এম মাহবুর রহমানকে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি।এব্যাপারে উপজেলা সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নিবাহী কর্মকতা গোলাম মোস্তফা মুন্না জানান,সাবেক ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করেছিল। খোজ খবর নিয়ে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন –লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো ক্রাউন সিমেন্ট

চট্টগ্রামের হাজারী লেনসহ দেশজুড়ে সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে

পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল মিশন গ্রিন বাংলাদেশ

শাহজাদপুরে ১৬ প্রহর ব্যাপি লীলা কীর্তন

মৎস্যজীবী ও মৎস্যখাত চরম বৈষম্যের শিকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো বিএস গ্রুপ

রাস্তার কাজ শেষ না করেই বিল তুলে ঠিকাদার উধাওন মানুষের দুভোর্গ চরমে

প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এলেন শাহজাদপুরে, অতঃপর বিয়ে

১০

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা

১১

ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা ক্ষেত্রে ব্যর্থতার পাল্লা ভারী হতে শুরু করেছে

১২

হুমকিতন্ত্রের দৌরাত্ম্য,সমাজে একটি অশুভ সংস্কৃতি!

১৩

১৭০টি দেশে শান্তির প্রতি বৈশ্বিক অঙ্গীকারের এক দশক উদযাপন করছে HWPL

১৪

পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক আ: লতিফ মির্জার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

১৫

শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়েছে দুর্বৃত্তরা, ৫টি বাড়িতে চুরি

১৬

গ্রামে ৫০০ তালবীজ রোপণ করলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম

১৭

“বুকে বুলেট নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবেনা” – স্থানীয় সরকার উপদেষ্টা

১৮

এক সপ্তাহে ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়

১৯

জাতীয় মানবাধিকার সমিতির মালয়েশিয়া শাখার -আহ্বায়ক ফজলুল করিম সোহরাব ও সদস্য সচিব মোবাশ্বের আহমেদ রাব্বি

২০