মাগুরায় সড়ক ও জনপথ বিভাগ সওজের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহার নির্দেশে একই অফিসে কর্মরত উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইনকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে হয়েছে আতিক।
নির্যাতনের শিকার উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইন এবং সহকর্মীরা জানান, ১৪ জুলাই আতিক উল্লাহ নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন; কিন্তু অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান করতেন। সকালে অফিসে গিয়ে নিজের কক্ষে বসে কাজ করছিলেন। এর মধ্যে দুপুর ১২টার সময়ে একই অফিসে কর্মরত আব্দুল আজিজ, মমিন এবং নির্বাহী প্রকৌশলীর ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত সিরাজসহ ৮-১০ জন আমাকে কিলঘুসি মারতে মারতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে নিয়ে যান। সেখানে উপস্থিত নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ আমার জামা-কাপড় খুলে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দিলে তারা মারতে মারতে আমার জামা এবং প্যান্ট খুলে ফেলে। এ সময় হাতজোড় করে সম্মানহানি না করতে অনুরোধ করলে ছেড়ে দেওয়া হয়। পরে অফিসের সহকর্মীরা আমাকে হাসপাতালে ভর্তি করেন।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ বলেন, উপসহকারী প্রকৌশলী শিমুল এই অফিসের পূর্বের নির্বাহী প্রকৌশলী আশিকের যোগসাজশে সরকারি অর্থ তসরুপের চেষ্টা চালাচ্ছিলো। সে আমার অনুমতি ছাড়া অফিসের বেশকিছু গোপনীয় কাগজপত্র রাজশাহীতে মাগুরার পূর্বতন নির্বাহী প্রকৌশলীর কাছে প্রেরণ করে। এর মাধ্যমে তারা সরকারি অর্থ লোপাটের সুযোগ পায় বিষয়টি জানতে পেরে ১ অক্টোবর শিমুলকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এতে বেকায়দায় পড়ে সে আমার বিরুদ্ধে অফিসের অন্যদের ইন্ধন দিয়ে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে।
মাগুরা জেলার বুদ্ধিজীবী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভদ্রলোক জানান, মাগুরা সওজের প্রধান প্রকৌশলী আতিক উল্লাহকে তাৎক্ষণিক বদলি করা হলো এটা কোন সমস্যার সমাধান নয়, এটা যথাযথ কর্তৃপক্ষের উচিৎ ছিলো তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।
মন্তব্য করুন