রায়হান পারভেজ, স্টাফ রিপোর্টার:
২০ অক্টোবর ২০২৪, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ হইতে যাচ্ছে ইটখোলা: বেকার হযবে শতাধিক পরিবার “সরকার হারাবে রাজস্ব”

ইটখোলায় সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা আঁকা হয়েছে। এমনটি করা হয়েছে গত ভোররাতে। এতে ইট খোলায় এবছর আগুন দেওয়াও যেন এক সমস্যার মুখে পড়েছে। এতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমনটি অভিযোগ করেছে বগুড়ার শেরপুরে একজন প্রতিষ্ঠিত ইটভাটার ব্যবসায়ী ফিরোজ আলী।

ফিরোজ আলীর ইটভাটা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায়। আরআরবি নামে তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠান চলে আসছে অন্তত ৩৫ বছর ধরে।

 

 

ফিরোজ আলী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তার ইটভাটাটি অন্তত ৩২ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে। এরমধ্যে তার নিজস্ব জমি রয়েছে অন্তত ২৬ বিঘা। অবশিষ্ট জমিগুলো স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের। বছর ভিত্তিক লীজ দিয়ে অবশিষ্ট জমিগুলো তিনি টাকা প্রদান করে থাকেন।
ফিরোজ আলী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তিনি রাজনীতিভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। উপজেলার সহ-সভাপতি পদেও তিনি রয়েছে।

 

 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই ইট খোলার মধ্যে অন্তত ৫ বিঘা জমি ক্রয় করতে শুরু করেছে বিএনপি’র বগুড়া- ৪ আসনের (নন্দীগ্রাম- কাহালু) সাবেক জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। এই ভাটার মধ্যে তিনি জমি নিয়ে ব্যবসা করলেও বিষয়টি জানেন মোশারফ হোসেন। তবুও তিনি একই দল করার পরও তার পায়ের সাথে পা বাঁধিয়ে এই জমি কেনার অভিযোগ করা হয়েছে বিএনপি দলীয় সাবেক এই এমপি মোশারফ হোসেনের বিরুদ্ধে। স্থানীয় কিছু দালাল চক্র আর্থিক লাভের আশায় এমনটি ঘটনার সাথে জড়িয়ে রয়েছে তিনি তা অভিযোগ করে বলেন। তবে এ বিষয় নিয়ে মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায়নি।

 

 

এই সমস্যা নিয়ে আরআরবি ইটখোলার মালিক ফিরোজ আলী এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, তার ইটখোলা যদি বন্ধ হয় তাহলে এই ব্যবসা সাথে জড়িত অন্তত শতাধিক মানুষ উপার্জনের হয়ে পড়বে। তাদের পরিবারেও দেখা দিবে আর্থিক অসচ্ছলতা। বিগত ১৭ বছর তিনি তৎকালে আওয়ামী লীগ রাজনীতির সাথে ব্যক্তিদের বিরোধিতা কারণে চাঁদা দিয়ে তার ব্যবসা চালিয়ে আসতে হয়েছে। ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনে স্বাধীনতার পর এখনো তার ব্যবসা নিয়ে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি। এমন হুমকি হয়েছে তার দলীয় রাজনীতির নেতাদের মধ্য থেকে।

 

 

ফিরোজ আলী বলেন, বিএনপি কেন্দ্রীয় নীতি নির্ধারক যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে তার ইট খোলাটি চালু থাকতে পারে। এতে তার এই ব্যবসার সাথে জড়িত অন্তত শতাধিক ব্যক্তি উপার্জন হীন হয়ে পড়বে না।
গতকাল শনিবার দুপুরে ফিরোজ আলীর ইটখোলার মধ্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে জাতীয় ভিন্ন দৈনিক এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সহ স্থানীয় অনেক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিসেট বাটনের চাপে বাংলাদেশ ওলটপালট ও ইতিহাসের দায়!

দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে

সোনালী লাইফ ইনসুরেন্স থেকে অর্থ তসরুফে অভিযুক্ত মোস্তফা গোলাম কুদ্দুসের দেশত্যাগের চেষ্টা

আমরা কুঁড়ির বিশ্ব শিশু দিবস পালিত

শাহজাদপুরে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

উল্লাপাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সোনালী লাইফের ৩৫৩ কোটি তছরুপ, কুদ্দুসের পকেটেই ১৮৪ কোটি টাকা

অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্ধ হইতে যাচ্ছে ইটখোলা: বেকার হযবে শতাধিক পরিবার “সরকার হারাবে রাজস্ব”

বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির লাগাম টানার এখনই সময়

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের দু নেতা গ্রেপ্তার

১০

দুটি ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সব সরকারের সুবিধাবাদী ব্যবসায়ী ~মোস্তফা গোলাম কুদ্দুস

১১

শমসের মবিন চৌধুরী আটক

১২

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

জৈষ্ঠ্য শিক্ষককে পাশ কাটিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিলেন কনিষ্ঠ শিক্ষক

১৪

আওয়ামী লীগের আর কোন ভবিষ্যত নেই ..অ্যাডভোকেট জয়নুল আবেদীন

১৫

ছাতকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

১৬

সংকটময় সময় আমাদের করণীয়

১৭

বাংলাদেশের উন্নত রাষ্ট্রের স্বপ্নের এখন দুঃস্বপ্ন

১৮

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : বিশ্বব্যাংক

১৯

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলার শীর্ষে এইচএসসি পরীক্ষার ফলাফলে

২০