নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭০টি দেশে শান্তির প্রতি বৈশ্বিক অঙ্গীকারের এক দশক উদযাপন করছে HWPL

HWPL জানিয়েছে, এই বার্ষিকী উদযাপনের উদ্দেশ্য ২০১৪ সালের পর থেকে অর্জিত সাফল্যগুলো পর্যালোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা। বিভিন্ন দেশের স্থানীয় স্তরে সেশন পরিচালনা করা হচ্ছে, যেখানে স্থানীয় মেধাবীদের একত্রিত করা, স্থানীয় শান্তির হুমকি মোকাবিলায় আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী করা এবং সমষ্টিগত সামর্থ্যকে কাজে লাগানো হচ্ছে।

 

 

সিউল, দক্ষিণ কোরিয়াভিত্তিক সংগঠন হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রেস্টোরেশন অব লাইট (HWPL) একটি আন্তর্জাতিক এনজিও যা জাতিসংঘের ECOSOC-এর সাথে যুক্ত। ১০ বছরের এই আন্তর্জাতিক শান্তি সহযোগিতার মাধ্যমে HWPL-এর বর্তমানে ১৭০টি দেশে ৫ লাখ সদস্য রয়েছে এবং ১০৫টি দেশে ১,০১৪টি সংগঠনের সাথে শান্তি প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক ও সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে।

 

 

HWPL-এর চেয়ারম্যান লি ম্যান-হি বলেন, ধর্মীয় বিভাজন অনেক প্রাণহানি ঘটিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মগুলোকে সংলাপ এবং বোঝাপড়ার নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, “আমাদের একসাথে কাজ করতে হবে একটি শান্তিপূর্ণ পৃথিবী তৈরির জন্য এবং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যেতে হবে। এটি আমাদের সেই আলোর দায়িত্ব পূরণের জন্য, যা গোটা বিশ্ব গ্রামকে জীবন দেয়। কেবল ভালোবাসা ও শান্তির মাধ্যমে বিশ্ব এক হতে পারে।”

আঞ্চলিক সহযোগিতার মূলমন্ত্রে বিশ্বাসী এই অনুষ্ঠানটির অংশ হিসেবে, HWPL আন্তঃরাষ্ট্রীয় সংগঠন গ্রুপ অব ৭+ (G7+) এবং ল্যাটিন আমেরিকান পার্লামেন্ট (পার্লাটিনো)-এর সাথে অংশীদারিত্ব গঠন করেছে শান্তি উদ্যোগ বিকাশের জন্য। G7+ সংঘাতপ্রবণ দেশগুলোকে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে একত্রিত করার উদ্দেশ্যে গঠিত, যার সদস্য দেশ সংখ্যা ২০। পার্লাটিনো প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ণ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে উন্নয়ন ও একীকরণকে উন্নীত করতে, এবং এর সদস্য দেশ সংখ্যা ২৩।

 

 

তিমুর-লেস্টেতে এক শান্তি প্রকল্প উপস্থাপন করেন দেশটির উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রী ড. জোসে হোনোরিও দা কস্তা পেরেইরা জেরোনিমো। তিনি জানান যে মন্ত্রণালয় এবং আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান HWPL-এর সাথে অংশীদারিত্বে শান্তি শিক্ষা প্রবর্তন করেছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে শান্তি শিক্ষা শুধু একটি সাধারণ বিষয় নয় বরং ছাত্রদের ভবিষ্যৎ বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এবং সমাজব্যাপী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করবে।”

 

 

রোমানিয়ার তৃতীয় রাষ্ট্রপতি এবং ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন লেভান্ট কালচার অ্যান্ড সিভিলাইজেশনের সভাপতি, প্রফেসর ড. এমিল কন্সতান্তিনেস্কু স্মরণ করিয়ে দেন ২০১৪ সালের HWPL শীর্ষ সম্মেলন, যেখানে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করা হয়েছিল। তিনি বলেন, “একটি অবিশ্বাস্য এবং প্রভাবশালী চিত্র প্রমাণ করে যে বৈশ্বিক শান্তির প্রতি আমাদের বিশ্বাস শুধুমাত্র একটি উদ্যোগের বেশি কিছু। তখনই আমি সত্যিই অনুভব করি যে আমরা সকলেই এক এবং আমাদের পার্থক্য উপেক্ষা করেই একত্রে কাজ করছি বৃহত্তর শান্তির ডাকে সাড়া দিতে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাহা বলিব সত্য বলিব

বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের রাষ্ট্রদূত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং ‘সামাজিক ব্যবসা’র (Social Business) প্রবর্তনের উপর গুরুত্বারোপ করলেন

উল্লাপাড়ায় জলাবদ্ধতার কবলে আবাদী জমি

আবু সাইদের বাবাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় দেশের মানুষ

খুনের বিচারহীনতা: সমাজের মানবিকতার মৃত্যুঘণ্টা

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার

ভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

১০

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল:

১১

ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

১২

উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

১৩

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে অনুরোধ জানালেন

১৪

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল

১৫

আদলতে কাদলেন ব্যারিস্টার সুমন, উপরে ডিম নিক্ষেপ

১৬

নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

১৭

উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

১৮

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

শাহজাদপুরে ১৭ মামলার পলাতক আসামী শাহীন গ্রেফতার

২০