আজ ৫ নভেম্বর পলাশ ডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক, কিংবদন্তি মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ-৪ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা’র ১৭তম মৃত্যু বার্ষিকী আজ।
আব্দুল লতিফ মির্জা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দল ও কর্মী পাগল নেতা। আবদুল লতিফ মির্জা মুক্তি বাহিনীর একজন অন্যতম সদস্য ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পলাশ ডাঙ্গা যুব শিবির পরিচালনা করেন। এছাড়াও তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তাহার ছিল সক্রিয় ভূমিকা। তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন ছিল মেহনতী মানুষের জন্য।
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ দলীয় প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য পদে আবারও নির্বাচিত হন তিনি। আবদুল লতিফ মির্জা ৫ নভেম্বর ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দক্ষ সংগঠক হিসেবে আব্দুল লতিফ মির্জা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব বংকিরাট গ্রামে ২৫ জুন ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মরহুম মির্জা মেনহাজ উদ্দিন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে মারা যান।
মন্তব্য করুন