নিজস্ব প্রতিবেদক :
৯ নভেম্বর ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের হাজারী লেনসহ দেশজুড়ে সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

৯ নভেম্বর, শনিবার সকালে ঢাকার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তন চট্টগ্রামের হাজারী লেনসহদেশজুড়ে সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (ঐজঈইগ) কনভেনার এ্যাড: লাকী বাছাড়।

গত ৫ আগস্ট ২০২৪ইং সরকার পরিবর্তনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সময়ে ভয়াবহ হামলার ঘটনার চিত্র দেখা যায়। আমাদের প্রতিনিধি, মিডিয়া ও পত্র পত্রিকার মাধ্যমে সারাদেশে ৪৩ টি এর অধিক ধর্ষন ও গণধর্ষন এর ঘটনার চিত্র আমরা দেখতে পাই। অনেক জায়গায় লোক লজ্জা ও দুর্বৃত্তদের ভয় ভীতির কারনে প্রশাসনের কাছেও যেতে পারেনি। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়ি, ধর্মীয় উপসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। অনেক জায়গায় থানায় গিয়ে কোনো ধরনের বিচার পায়নি। নিরিহ সংখ্যালঘুরা বিচার না পেয়ে, অধিকাংশ থানায় পুলিশ প্রশাসন এর নিরব ভুমিকা থাকায় সংখ্যালঘুরা মর্মাহত হয়ে বারবার দুর্বৃত্তদের কবলে পরছে। অদ্যাবধি সংখ্যালঘুরা কোনো বিচার পায়নি। উপরন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গুম, হত্যা, দেশ ত্যাগে বাধ্য করন এর ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। নির্যাতিত পরিবার গুলি বিচার না পেয়ে পথে পথে ঘুড়ে বেড়াচ্ছে। বিভিন্ন স্কুল ও কলেজের সনাতনী শিক্ষকদের এবং বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘু চাকরিজীবী দের জোর পূর্বক অবসর ও অব্যাহতি দেওয়া হচ্ছে। পার্বত্য অঞ্চলের উপজাতিদের উপর সংঘটিত বর্বরোচিত হামলার সঠিক ও যথাযথ বিচার তারা পায়নি। পার্বত্য অঞ্চলের উপজাতিরা ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি চট্টগ্রামের হাজারীলেনে সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া হামলার কোনো বিচার পাবার আশা তারা ছেড়ে দিয়ে মিথ্যা ও হয়রানি মূলক মামলার কারনে পালিয়ে বেড়াচ্ছে। খুব দ্রুত অনেক নিরপরাধ সংখ্যালঘুদের গ্রেফতার করা হয়েছে। সেখানে খুব দ্রুত প্রশাসন, মিডিয়া ও মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে সাধারণ ও অসহায় মানুষ গুলো কে পরিকল্পিত মামলার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করেন, এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিদর্শক টিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণারয়, সচেতন নাগরিক সমাজ, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তাদের প্রতি যেন অন্যায় অবিচার ও রাতের আঁধারে কোর্ট বসে অবিচার যেন না করা হয় এবং অন্যায়ভাবে ধৃতকৃত আসামীদের যেন দ্রুত মুক্তি দেওয়া হয়। এছাড়াও সংখ্যালঘু নির্যাতনের সঠিক ও যথাযথ বিচার বিভাগীয় তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দোষীদের শাস্তি নিশ্চিতকরণ, মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার, আইনি সহযোগিতা নিশ্চিত করে শান্ত, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার নিমিত্তে বিচার বিভাগীয় তদন্ত, সংখ্যালঘুদের অভিযোগ গুলো থানায় লিপিবদ্ধ করন নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন দোষীদের শাস্তি দ্রুত বাস্তবায়ন না হলে এবং সকলের নাগরিক অধিকার বাস্তবায়ন না হলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়নে ব্যাহত হবে। তাই সমাজ জাতি ও দেশের উন্নয়ন সমুন্নত রেখে সুশীল ও গঠনমুলক সমাজ গঠনে অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাজেন কৃষ্ণ বল কর্ডিনেটর, আশিষ কুমার অঞ্জন মানবাধিকার কর্মী প্রশিক্ষক, লায়ন সুজিৎ কুমার দাশ চট্টগ্রাম বিভাগীয় কর্ডিনেটর, বাবু তপন কুমার হাওলাদার খুলনা বিভাগীয় কর্ডিনেটর, বাবু প্রশান্ত কুমার শীল, সন্তোষ কুমার মাহাতো আদিবাসী কর্ডিনেটর, শ্রী রঞ্জন সরকার রাজশাহী বিভাগীয় কর্ডিনেটর, শ্রী সুমন হালদার, ইতিমা মন্ডল, রনজিৎ সিদ্ধা, প্রসনজিৎ হালদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাহা বলিব সত্য বলিব

বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের রাষ্ট্রদূত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং ‘সামাজিক ব্যবসা’র (Social Business) প্রবর্তনের উপর গুরুত্বারোপ করলেন

উল্লাপাড়ায় জলাবদ্ধতার কবলে আবাদী জমি

আবু সাইদের বাবাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় দেশের মানুষ

খুনের বিচারহীনতা: সমাজের মানবিকতার মৃত্যুঘণ্টা

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার

ভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

১০

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল:

১১

ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

১২

উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

১৩

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে অনুরোধ জানালেন

১৪

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল

১৫

আদলতে কাদলেন ব্যারিস্টার সুমন, উপরে ডিম নিক্ষেপ

১৬

নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

১৭

উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

১৮

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

শাহজাদপুরে ১৭ মামলার পলাতক আসামী শাহীন গ্রেফতার

২০