সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার কয়েমপুর ইউনিয়নের বনগ্রাম গ্রানের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও কৈজুরী ইউনিয়নের লোহিন্দা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। বাহাদুর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি (শিক্ষা) এর গোপনীয় সহকারী। বাড়ি থেকে সিরাজগঞ্জ কর্মস্থলে যাচ্ছিলো।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটো রিক্সাটি শাহজাদপুর থেকে উল্লাপাড়া যাচ্ছিলো এরই এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।
মন্তব্য করুন