নীলফামারীর ডিমলায় জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সমাবেশ ঘিরে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রুপ নেয়।
শনিবার(১৬ নভেম্বর)সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য-সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরি তুহিন।প্রধান বক্তা জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও বিশেষ বক্তা সাধারন সম্পাদক জহুরুল আলম।উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন,জিয়া পরিষদ নীলফামারীর আহ্বায়ক আবু সাদেক চৌধুরি লুলু,জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল,সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরি,নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ,ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম (কালু) প্রমুখ।জনসমাবেশে উপজেলা নেতৃবৃন্দের পাশা পাশি দশ ইউনিয়ন থেকে হাজার হাজার যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল শ্রমিক দল,ছাত্রদল,মহিলা দল, বিএনপিসহ এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতি হয়েছে।
মন্তব্য করুন