১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হল (৩য় তলা) জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট এর আয়োজনে ‘সাহিত্য ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে গণঅভ্যুত্থানের চেতনা’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কবি সৈয়দ নাজমুল আহসান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি শাহ সিদ্দিক, মহাসচিব, জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্য জোট। পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন ছড়াকার ফরিদ সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাসেম হায়দার, বিশিষ্ট শিক্ষানুরাগি-শিল্পপতি, লেখক ও সংগঠক, জনাব মোহাম্মদ আবদুল মান্নান, খ্যাতনামা ব্যাংকার, ইতিহাসবিদ ও গবেষক, জনাব ফাতেমা তুজ জোহরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা জনাব মিন্টু রহমান, সাধারণ সম্পাদক নজরুল একাডেমী, কবি ও অভিনেতা জনাব কাজী আসাদ, জনাব ড. হারুন অর রশিদ, পরিচালক বাংলা একাডেমি। অভিনেতা জনাব মাসুম শেখ, অনলাইন একটিভিস্ট জনাব ড. ফয়জুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব নূর হোসেন রানা, শামিমা চৌধুরী, ডাঃ মআআ মুক্তাদীর, এডভোকেট শাহানারা স্বপ্না, লেখক গবেষক জনাব এমদাদুল হক চৌধুরী, জনাব রানা জামান, সভাপতি বাংলাদেশ লেখক সমিতি, কবি নূর আল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ লেখক সমিতি, সংগঠক আকবর মোহাম্মদ। কবিতা পাঠ করেন, কবি লিন্ডা আমিন, কবি ইয়াদী মাহমুদ, কবি মুহাম্মদ ইসমাঈল, কবি গিয়াস হায়দার, আলেয়া বেগম আলো, কবি মমিন রহমান। কবিতা পাঠ করেন কবি লিন্ডা আমিন, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি রবিউল মাশরাফী, কবি আমিন আল আসাদ, কবি খান কাওসার কবির, কবি জুলফিকার স্বপন, কবি আবদুস সালাম চৌধুরী, কবি ও সংগঠক মোহাম্মদ মোজাম্মেল হক, কবি সায়মা খাতুন রীভা, মুস্তাফিজ সুজন, ফারজানা রাখী, আফরিনা পারভীন, সৈয়দ সারোয়ার হোসেন, মঈন বিশ্বাস, নিথর মাহবুব, রিয়াদ মাহমুদ খানসহ আরও অনেকে।
প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন আমি যেটা করি সেটাই আমার সংস্কৃতি। যে জ্ঞান মানুষের উপকারে আসে না, সে জ্ঞান আমার দরকার নেই। আবুল কাশেম হায়দার বলেন মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা আমাদের সংস্কৃতি নয়। মোহাম্মদ আবদুল মান্নান বলেন আমাদের দেশের সংস্কৃতির উপর রূপরেখা তৈরি করতে হবে। মিন্টু রহমান বলেন, আমার সোনার বাংলা নয় আমার সোনার বাংলাদেশ। আমাদের সংস্কৃতি হলো বাংলাদেশের সংস্কৃতি।
সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী তার সমাপনী বক্তব্যে জোর দাবি উত্থাপন করে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই।
মন্তব্য করুন