শীতকালকে বলা হয় সবজির ভরা মৌসুম। চলতি বছরে অতি বৃষ্টি ও বন্যার ক্ষতি কাটিয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা। অতি বৃষ্টি ও বন্যায় এ বছর আগাম সবজি চাষে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন স্থানীয় কৃষকরা। যে সময় শীতকালীন আগাম সবজি খেত থেকে তুলে বাজারে বিক্রির কথা, সে সময় সবজির আবাদের জন্য খেত প্রস্তুতের কাজ করছেন চাষীরা।
ফলে উপজেলার কৃষকেরা লোকসানের পাশাপাশি শীতকালীন সবজি চাষের মৌসুম থেকে পিছিয়ে পড়েছেন। তবে ক্ষতি পুষিয়ে নিতে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নানা জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। বিভিন্ন এলাকার মাঠজুড়ে চাষ করা হচ্ছে, সিম, ফুলকপি, বাঁধাকপি, আলু, করলা, বেগুন, মুলা, লাউ, পটল, বরবটি, গাজর, শশা, পালং শাক, লাল শাকসহ হরেক রকম আগাম শীতকালীন সবজি।
এছাড়া কৃষি শ্রমিকদের সঙ্গে নিয়ে জমি চাষ, শাক-সবজি রোপণ ও তোলা, কীটনাশক স্প্রে, সার ছিটানো, জমির আগাছা পরিষ্কার করছেন কৃষকরা। তবে অনেকেই আগাম শীতকালীন সবজি বাজারে আনার চেষ্টাও করছেন।
কৃষকরা জানান, এ বছর অতি বৃষ্টি ও বন্যায় শীতকালীন সবজি চাষের মৌসুম থেকে পিছিয়ে পড়েছেন। তবে ক্ষতি পুষিয়ে নিতে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকরা আরো জানা, বাজারে সবজির দাম ভালো থাকায় বেশি লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার কয়ড়া ইউনিয়নের (রতনদিয়ার) গ্রামের কৃষক করিম বলেন, ‘৪০ শতাংশ জমি বর্গা নিয়ে সবজি চাষ করছি। এ বছর শীতকালীন সবজি চাষ বৃষ্টি ও বন্যার কারণে উপযুক্ত সময়ে করতে পারি নাই তারপরও শুরু করেছি। বাজারে যেহেতু সবজির দাম ভালো সেহেতু এ শীতকালীন সবজি চাষে লাভবান হব।
উপজেলার মোহনপুর ইউনিয়নের (চাকসা) গ্রামের কৃষক ছাত্তার জানান, আমি কয়েকটি জমিতে শীতকালীন সবজি চাষ করছি তবে সঠিক সময়ে করতে পারি নাই তারপরও সবজি চাষ করছি আশা করি সবজি বিক্রিতে প্রচুর লাভবান হব।
উপজেলা কৃষি অধিদপ্তর এর তথ্য মতে,চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালিন সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৫২০ হেক্টর। এর মধ্যে প্রায় ১৫০৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হচ্ছে। এ বছর শশা চাষ হচ্ছে প্রায় ২৬০ হেক্টর।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। বর্তমানে সিম, ফুলকপি, বাঁধাকপি, আলু, করলা, বেগুন, মুলা, লাউ, পটল, বরবটি, গাজর, শশা, পালং শাক, লাল শাকসহ হরেক রকম আগাম শীতকালীন সবজি আবাদ চলছে।
মন্তব্য করুন