হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যা চেষ্টা মামলায় রিমান্ড শুনানী শেষে কাঠগড়া থেকে নেমে কান্নায় ভেড়ে পরেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ১৬ জুলাই ছাত্রজনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এসময় কাঠগড়া থেকে নেমে কান্নায় ভেড়ে পরেন তিনি। এর আগে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার উপর ডিম ছুড়েন বিক্ষুব্ধরা।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ি ব্যারিস্টার সুমনকে বুধবার (২০ নভেম্বর) ঢাকার কেরাণীগঞ্জ করাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়ীত্ব পালন করেছে।
সকাল ৯টা থেকে আদালত প্রঙ্গনে ভিড় শুরু করেন ব্যারিস্টার সুমনের সমর্থকরা। দুপুর ১২টায় ছাত্রদল নেতারা সুমনের ফাসির দাবি নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। এসময় তারা প্রায় আধা ঘন্টা অবস্থান করে বিক্ষোভ করেন।
দুপুর সাড়ে ১২টার পর থেকে আদলতে আসতে শুরু করেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরাও।
দুপুরে ১টার দিকে কড়া পাহাড়ায় আদলতে নিয়ে আসা হয় তাকে। এসময় তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালতে চত্ত্বরে প্রবেশ করা মাত্রই ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাকে যখন ভ্যান থেকে নামানো হয় তখন ডিম ছুড়ে মারেন।
নিচে ছাত্রদল, যবদল নেতাকর্মীরা সুমনের বিপক্ষে স্লোগান দিলেও চতুর্থ তলায় এজলাসের বাহিরে সুমনের পক্ষে মুক্তি চেয়ে স্লোগান দেন তার সমর্থকরা।
মন্তব্য করুন