বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দেশের অন্যতম বাণিজ্য নগরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির মুক্তির দাবিতে আন্দোলনকারীদের নৃশংস হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে এবং মসজিদ ভাঙচুর করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার এবং মসজিদ ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশ গণমুক্তি পার্টির দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টির জন্য একটি পক্ষ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেশবাসীর প্রতি আহ্বান, সর্বজনীন কল্যাণে শান্তির পরিবেশ সৃষ্টি করুন। আমরা সর্বজনীন কল্যাণে শান্তি চাই।
মন্তব্য করুন